২০ হাজার রোহিঙ্গা শরণার্থী পরিবারের মাঝে বাসমাহ এর ইফতার সামগ্রী বিতরণ
২০ হাজার পরিবারের প্রায় ১ লক্ষ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাসমাহ ফাউন্ডেশন টানা একসপ্তাহ ধরে বিতরণের পর আজ শেষ হলো এই বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম।
এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ শরণার্থী কেন্দ্র কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে এবং স্থানীয় অভাবী ও অসচ্ছল মানুষের মাঝে। বাসমাহ এর হাতে থাকা অনুদানের অর্থ উপযুক্ত ও প্রাপ্য লোকজনের নিকট পৌঁছে দেয়া পর্যন্ত না একটা অস্থিরতা সব সময়ই তাদের তাড়িয়ে বেড়ায়, সুশৃংখলভাবে ইফতার বিতরণের কার্যক্রম শেষ করতে পারায় প্রতিপালকের কাছে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে । পাশাপাশি ধন্যবাদ জানিয়েছে সকল দাতা, কর্মী, স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ীদেরকে। যাদের সহযোগীতায় বাসমাহ এর কার্যক্রমগুলো অবিরাম চলমান রয়েছে।